হুগলি জেলাতে প্যারা মেডিক্যালে ১১

958
0

হুগলির বিভিন্ন সরকারি হাসপাতালে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তির ভিত্তিতে ১১ জন এসটিএস, টিবিএইচভি, ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও প্যারামেডিক্যাল ওয়ার্কার নিয়োগ করা হবে। হুগলি জেলার বাসিন্দা হলে অগ্রাধিকার।

মেমো নম্বর 4687, তারিখ ১৫-০৬-২০১৮। নিচের যোগ্যতার প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে অন্তত ৫০% নম্বর থাকলে আবেদন করতে পারেন, অ্যাডিশনাল পেপার থাকলে তার নম্বর ধরা যাবে না।

(১) এসটিএস। শূন্যপদ ৬ (তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি/ স্যানিটারি ইন্সপেক্টারের স্বীকৃত কোর্স, ন্যূনতম ২ মাসের কম্পিউটার অপারেশনের ওপর সার্টিফিকেট কোর্স এবং বাইক চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের স্বীকৃত কোর্স, সোশ্যাল/ মেডিকেল সোশ্যাল ওয়ার্কে ডিগ্রি বা ডিপ্লোমা, মাল্টিপারপাস হেল্‌থ ওয়ার্কারের বেসিক ট্রেনিং কোর্স করা থাকলে অগ্রাধিকার। বেতন: মোট ১৭,৭২০ টাকা। বয়সসীমা: ২২-৪০।

(২) টিবিএইচভি। শূন্যপদ ২ (তপশিলি উপজাতি ২)। যোগ্যতা: (ক) গ্র্যাজুয়েট ডিগ্রি। অথবা (খ) উচ্চমাধ্যমিক সহ হেলথ এডুকেশনে/কাউন্সেলিংয়ে MPW/ LHV/ ANM/ Health Worker সার্টিফিকেট থাকলে অথবা (গ) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের স্বীকৃত কোর্স পাশ। ন্যূনতম ২ মাসের কম্পিউটার অপারেশনের ওপর সার্টিফিকেট থাকতে হবে। স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর কোর্স/ MPW-তে ট্রেনিং করা থাকলে অগ্রাধিকার। বেতন: মোট ১৩৫৬০ টাকা। বয়স: ২২-৬২।

(৩) ডিস্ট্রিক্ট পিপিএম (প্রাইভেট পাবলিক মিক্স) কোঅর্ডিনেটর। শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)। যোগ্যতা: পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সহ কমিউনিকেশন/ এসিএসএম/ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ/ হেলথ প্রজেক্ট/ প্রোগ্রামে ১ বছর কাজের অভিজ্ঞতা এবং বাইক চালানোর স্থায়ী ড্রাইভিং লাইসেন্স সহ বাইক চালানো জানা থাকা চাই। RNTCP-তে কাজের অভিজ্ঞতা, সমাজ বিজ্ঞান/ মাস মিডিয়া/ মাস কমিউনিকেশন/ রুরাল ডেভেলপমেন্ট ইত্যাদিতে ডিপ্লোমা/ ডিগ্রি/ মাস্টার্স থাকলে এবং কম্পিউটারের কাজ জানা থাকলে অগ্রাধিকার। বেতন: মোট ১৯০০০ টাকা। বয়স: ২২-৪০।

(৪)ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। এমবিএ/ ম্যানেজমেন্টে বা হেল্‌থ অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স, পাশাপাশি ১ বছরে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। রাজ্য বা জেলাস্তরে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের কাজ সম্পর্কে ওয়াকিবহাল থাকলে অগ্রাধিকার। বেতন: মোট ২২০০০ টাকা। বয়স: ২২-৬২।

আবেদন ফি: ১০০ টাকা। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ৫০ টাকা। আবেদন ফি যে-কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওপর কাটা ডিমান্ড ড্রাফটে দিতে হবে— ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, হুগলি-র অনুকূলে। ড্রাফটের পেছনে নিজের নাম, প্রার্থিত পদের নাম লিখে দেবেন।

আবেদন পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নিজের সই ও পাশপোর্ট মাপের ছবি স্ক্যান করে দরখাস্তে আপলোড করতে হবে। তারপর তার প্রিন্ট-আউট নিতে হবে, রেজিস্ট্রেশন নম্বরও যত্ন করে রাখতে হবে। ওই প্রিন্ট-আউটে তারিখ দিয়ে স্ব-প্রত্যয়িত করে ড্রাফট সহ পাঠাতে হবে সরাসরি গিয়ে বা রেজিস্টার্ড/স্পিড পোস্টের মাধ্যমে, এই ঠিকানায়— Office of the Chief Medical Officer of Health, Hoogly, DRS Building Campus, Chinsurah, Hoogly Pin-712101. পৌঁছনো চাই ২ জুলাই ২০১৮ বিকেল ৫টার মধ্যে। নিজস্ব ইমেল আইডি ও ফোন নম্বর থাকা আবশ্যক। বিশদ বিবরণ পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে—  https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Recruitment_Notice_RNTCP_NLEP.pdf.

বৈধ আবেদনকারীদের নাম ওয়েবসাইটে দেওয়া হবে ৪ জুলাই, ভেরিফিকেশনের সম্ভাব্য তারিখ ৭ জুলাই।

মেমো নম্বর 4687/1(II). পদের নাম: প্যারামেডিক্যাল ওয়ার্কার আন্ডার এনএলইপি। শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)। যোগ্যতা: মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি PMW ট্রেনিং অথবা MSW/ বিএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। কাজ চালানোর মতো কম্পিউটার জানা দরকার। বেতন: ১৬০০০ টাকা। বয়স: ৪০ বছরের নিচে।

আবেদন ফি: তপশিলি উপজাতিদের ৫০ টাকা। আবেদন ফি যে-কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওপর কাটা ডিম্যান্ড ড্রাফট করে পাঠাতে হবে— ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, হুগলি-র অনুকূলে। ড্রাফটের পেছনে নিজের নাম, প্রার্থিত পদের নাম লিখে দেবেন।

আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করতে হবে। সাধারণ কাগজে দরখাস্ত লিখে ২৯ জুন বিকেল ৫টার মধ্যে জমা করতে হবে এই ঠিকানায়— Office of the Chief Medical Officer of Health, Hoogly, DRS Building Campus Chinsurah, Hoogly Pin-712101.

আবেদনের ফি ৫০ টাকা, দিতে হবে হুগলির চুঁচুড়ায় ইউবিআইতে ভাঙেনোর যোগ্য ডিমান্ড ড্রাফটে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এ/সি নন-এনএইচএম, হুগলি-র অনুকূলে। বিশদ বিজ্ঞপ্তি দেখা যাবে এই পোর্টাল ক্লিক করে—

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Recruitment_Notice_RNTCP_NLEP.pdf.