হুগলি জেলায় ১০০ জন ধান ক্রেতা কর্মী

766
0
Ramakrishna Mission Vidyamandira Admission 2024

রাজ্য সরকারের হুগলি জেলা সদর অফিসের অধীনে ১০০ জন ধান ক্রেতা কর্মী (Paddy Purchase Personnel)  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 325/2CH/2019 তারিখ 12/02/2019.

যোগ্যতা: হগলি জেলার কর্মহীন বাসিন্দারা যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত, আনন্দধারা প্রকল্পের সেলফ হেল্প গ্রুপের অনুমোদিত সদস্য ও এমজিএনআরইজিএভুক্ত পরিবারের সদস্য হলে আবেদন করতে পারেন।

এছাড়া শিক্ষাগত যোগ্যতা  হিসাবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর।

বেতন: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ, মাসিক ভাতা মোট ১১,০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: উচ্চমাধ্যমিকের নম্বর (পুরো নম্বর ১০) ও কম্পিউটার টেস্টের (এমএস অফিস ৫ ও এমএস এক্সেল ৫ নম্বরের)  মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

আবেদন: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময়সীমা  ১৯ ফেবুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০১৯। নিজের স্বাভাবিক সই ও সাম্প্রতিক পাসপোর্ট মাপের ফটো স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য।

আবেদন করার ওয়েবসাইট: http://www.hooghly.gov.in/