হুগলি জেলা আদালতের স্টেনোগ্রাফার, এলডিসি, প্রসেস সার্ভার, পিওন পদের ফল

898
0

হুগলি জেলা আদালতের স্টেনোগ্রাফার, এলডিসি, প্রসেস সার্ভার, পিওন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  স্টেনোগ্রাফার পদের জন্য কম্পিউটার ও পার্সোন্যালিটি টেস্ট এবং বাকি পদগুলির জন্য পার্সোন্যালিটি টেস্ট নেওয়া হবে। স্টেনোগ্রাফার পদের কম্পিউটার ও পার্সোন্যালিটি টেস্ট হবে ১১, ১২ এপ্রিল, ২০১৮, এলডিসি পদের টেস্ট হবে ৭, ৯, ১০ এপ্রিল, ২০১৮, প্রসেস সার্ভার পদের টেস্ট হবে ২৯ মার্চ, ২০১৮ ও পিওন পদের টেস্ট হবে ২ থেকে ৬ এপ্রিল, ২০১৮ তারিখ। বিস্তারিত দেখে নেওয়ার লিঙ্ক:  http://calcuttahighcourt.nic.in/Recruitments_district/pdf_files/LIST-PERSONALITY-TEST-HOOGHLY-27032018.pdf