হুগলি জেলা আদালতে এলডিসি নিয়োগ পরীক্ষার ফল

760
0

হুগলি জেলা আদালতে বিজ্ঞপ্তি নং 01/2018 dated 21/12/2018 অনুযায়ী লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তার ফলের ভিত্তিতে ডাক্তারি পরীক্ষা ও পুলিস ভেরিফিকেশনের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকাও প্রকাশিত হয়েছে (Order No…75… dated: 31/05/2019 )। তালিকায় যাঁদের নাম আছে তাঁদের আগামী ১৪ জুন বেলা ১২টায় সমস্ত মূল প্রমাণপত্র ও সেগুলির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ উপস্থিত হতে হবে হুগলি জেলা আদালতের ইংলিশ ডিপার্টমেন্টের সামনে। উপস্থিত না হলে প্রার্থিপদ বাতিল করা হবে। এই বিজ্ঞপ্তি সহ তালিকা দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2158