হুগলি জেলা আদালতে গ্রুপ-ডি ও প্রসেস সার্ভার পদের ইন্টারভিউয়ের তারিখ

610
0

হুগলি জেলা আদালতে গ্রুপ-ডি ও প্রসেস সার্ভার পদের জন্য Order No. 50 dated 01.04.2019 অনুযায়ী এবং প্রসেস সার্ভার পদের জন্য Order No. 49 dated 01.04.2019 অনুযায়ী যাঁরা পার্সোন্যালিটি টেস্ট/ ভাইভা ভোসির জন্য নির্বাচিত হয়েছিলেন (https://jibikadishari.co.in/?p=10540) তাঁদের কার কবে কখন ওই পরীক্ষা হবে সেই সূচি ঘোষণা করা হয়েছে (গ্রুপ-ডি পদের জন্য ২৩-২৬ এপ্রিল, প্রসেস সার্ভারদের ২২ এপ্রিল। যথাক্রমে Order No. 52 Dated 02.04.2019 ও Order No. 51 Dated 02.04.2019 অনুযায়ী)। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীদের কললেটার শিগগিরই পাঠানো হবে। ডাউনলোডও করে নেওয়াও যেতে পারে।

কললেটার ডাউনলোডের লিঙ্ক: https://yourappl.online/cc/cc2018.aspx#

ওইদিন সঙ্গে কী-কী নিয়ে যেতে হবে তার তাও বলা আছে। এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2048

বা এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2053