হুগলি, পশ্চিম মেদিনীপুরের ২ স্কুল ও ১ কলেজে চাকরি

529
0
Teacher Recruitment

হুগলির স্কুলে চাকরি

৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত লিয়েন ভ্যাকান্সিতে ফিজিক্স সহ বিএসসি পাস তপশিলি জাতি সহশিক্ষক চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৩ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, হাজিপুর হাই স্কুল, হাজিপুর, হুগলি, পিন-৭১২৩০২।

 

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি

৮ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ পাস গ্র্যাজুয়েট অসংরক্ষিত ট্রেনিংপ্রাপ্ত টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ১১ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Nandanpur High School (HS), PO Sekendari, Dist Paschim Medinipur, Pin-721146.

 

পূর্ব মেদিনীপুরের কলেজে চাকরি

একটি বিএড ট্রেনিং কলেজে পূর্ণ সময়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাই এডুকেশন, ম্যাথমেটিক্স ও ফিজিক্যাল সায়েন্স বিষয়ে। যোগ্যতা ও পারিশ্রমিক এনসিটিই-র নিয়ম অনুযায়ী। যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স সহ ১৩ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Principal, Vivekjyoti College, Uttar Mechagram, Purba Medinipur, Pin-721139. ফোন নম্বর: ৯৭৩৩২৮৭৮৬৩/ ৯২৩২৬৯০৬৩২।