হোমিওপ্যাথি ডিগ্রি কোর্সে ভর্তি

3481
0
Homiopathy Course

সল্টলেকে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির ব্যাচেলর ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে।

যোগ্যতা: ২০১৮-র নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পাশ করে থাকতে হবে।

আসন সংখ্যা: সব মিলিয়ে ৯৩ (৩০ সংরক্ষিত, বাকি ৬৩টি আসনে মেধা তালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হবে)।

আবেদন মূল্য: ১০০০ টাকা যা কলকাতায় ভাঙানোর যোগ্য ক্রসড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে, Director, National Institute of Homoeopathy-র অনুকূলে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে। ফর্ম পাবেন নিচের ওয়েবসাইটে। পূরণ করা ফর্ম এবং NEET-এর অ্যাডমিট কার্ড, NEET-এর রেজাল্ট শিটের স্বপ্রত্যয়িত কপি ছাড়াও NEET ২০১৮-র কনফার্মমেশন পেজের প্রিন্ট-আউট, অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট, আধার কার্ড, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট প্রভৃতি মূল নথিপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স ও আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের এখনকার রঙিন ফটো সেঁটে দিয়ে স্পিড-পোস্ট করতে হবে নিচের ঠিকানায়: Office of the Director, National Institute of Homoeopathy, Block GE, Sector- III, Salt Lake, Kolkata 700106. পৌছনো চাই ৫ জুলাইয়ের মধ্যে। কী-কী কীভাবে দিতে হবে তার তালিকা সহ বিশদ বিবরণ এবং ফর্ম পাবেন এই লিঙ্কে: http://www.nih.nic.in/writereaddata/files/websiteadvertisement.pdf