Site icon জীবিকা দিশারী

১০৭২ রেডিও অপারেটর, মেকানিক নেবে বিএসএফ

BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে ১০৭২ জন হেড কনস্টেবল (রেডিও অপারেটর, রেডিও মেকানিক) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: হেড কনস্টেবল (রেডিও অপারেটর): ৩০০ (অসংরক্ষিত ২৬৯, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৩১), হেড কনস্টেবল (রেডিও মেকানিক): ৭৭২ (অসংরক্ষিত ৩৪৯, ইডব্লুএস ৫৪, ওবিসি ১৫১, তপশিলি জাতি ১৪৬, তপশিলি উপজাতি ৭২)।

যোগ্যতা: হেড কনস্টেবল (রেডিও অপারেটর): ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/ ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার/ জেনারেল ইলেক্ট্রনিক্স/ ডেটা এন্ট্রি অপারেটরে দু বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ ইন্টারমিডিয়েট বা দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ। হেড কনস্টেবল (রেডিও মেকানিক): ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন/ জেনারেল ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/ ডেটা প্রিপেরাশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার/ ইলেক্ট্রিশিয়ান/ ফিটার/ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক্স সিস্টেম মেন্টেন্যান্স/ ইক্যুইপমেন্ট মেন্টেন্যান্স/ কম্পিউটার হার্ডওয়্যার/ নেটওয়ার্ক টেকনিশিয়ান/ মেকাট্রনিক্স/ ডেটা এন্ট্রি অপারেটরে দু বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট (আইটিআই) অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ ইন্টারমিডিয়েট বা দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

বয়সসীমা: ১২ জুন ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: হেড কনস্টেবল (রেডিও অপারেটর): লেভেল ফোর পে ম্যাট্রিক্স এবং হেড কনস্টেবল (রেডিও মেকানিক): মূল বেতন ২৫০০০-৮১১০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, নথিপত্র যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি পর্যায়ে অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের। অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে ২৮ জুলাই ২০১৯ তারিখে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট ও নথিপত্র যাচাই হবে ৯ অক্টোবর। ডেসক্রিপটিভ পরীক্ষা হবে ২৪ নভেম্বর ২০১৯।

পরীক্ষা হবে নিচে উল্লেখ করা রিক্রুটমেন্ট সেন্টারে। আবেদনের সময় যে-কোনো একটি রিক্রুটমেন্ট সেন্টার বাছাই করতে হবে। পশ্চিমবঙ্গের দুটি সহ সারা দেশের রিক্রুটমেন্ট সেন্টারগুলি হল:

১) সেন্টার কোড ০১, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF SRINAGAR, HUMHAMA, SRINAGAR (J&K), PIN 190003, Tele No. 0194-2303124.

২) সেন্টার কোড ০২, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF, PALOURA CAMP (J&K) PIN 181124 Tele No 01912582796.

৩) সেন্টার কোড ০৩, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF JALANDHAR, BSF CAMPUS, JALANDHAR (PUNJAB), PIN 144006, Tele No 0181 2244080.

৪) সেন্টার কোড ০৪, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF RAJASTHAN, MANDOR ROAD JODHPUR (RAJASTHAN), PIN 342026 Tele No. 0291 2571050.

৫) সেন্টার কোড ০৫, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF GUJARAT, PO CRPF CAMP, CHILODA ROAD, GANDHINAGAR (GUJARAT), PIN 382042, Tele no 07923200911.

৬) সেন্টার কোড ২২, THE COMMANDANT 69 BN BSF JAIPUR DELHI HIGHWAY, PO CHOUP, DIST JAIPUR (RAJASTHAN) PIN 303805, Tele No 01423234556.

৭) সেন্টার কোড ০৬, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF SOUTH BENGAL 2B, LORD SINHA ROAD KOLKATA (WB), PIN 700071, Tele No 033 22824816.

৮) সেন্টার কোড ০৭, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF NORTH BENGAL, PO KADAMTALA, (SILIGURI), DISTT DARJEELING (WB) PIN 734011, Tele No 0353 258216.

৯) সেন্টার কোড ০৯, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF GUWAHATI, PO AZARA, PATGAON DIST KAMRUP, GUWAHATI (ASSAM), PIN 781017, Tele No. 036142842970.

১০) সেন্টার কোড ১১, THE INSPECTOR GENERAL, FRONTIER HQ BSF M&C, MASIMPUR PO ARUNACHAL, DIST CACHAR (ASSAM), PIN 788025, Tele no. 03842 278076.

১১) সেন্টার কোড ১৩, THE INSPECTOR GENERAL, TAC HQ (IG) SPL (OPS), BSF CHHATTISGARH, BSP HIGHER SECONDARY SCHOOL BUILDING, OPPOSITE SBI UTAI MARODA BRANCH, RISALI SECTOR, BHILAI, DIST DURG, CHHATTISGARH, PIN 49000, Tele no 0788 2222191.

১২) সেন্টার কোড ১৫, THE IG/COMMANDANT BSF STS TIGRI CAMP MB ROAD, MADANGIR, NEW DELHI, PIN 110062, Tele No 011 29963879.

১৩) সেন্টার কোড ১৬, THE IG/COMMANDANT BSF STS BANGALORE, YALAHANKA BANGALORE (KARNATAKA), PIN 560064, Tele No 08028478594.

১৪) সেন্টার কোড ১৭, THE INSPECTOR GENERAL, CSWT BSF INDORE, BIJASAN ROAD, INDORE (MP), PIN 452005, Tele No 0731 2621030.

১৫) সেন্টার কোড ১৯, THE INSPECTOR GENERAL, BSF TC&S HAZARIBAGH MERU CAMP, HAZARIBAGH (JHARKHAND) PIN 825317, Tele No 06546 236776.

১৬) সেন্টার কোড ২০,THE COMMANDANT 114 BN BSF, PO BHAITURA CAMP, CHUUTERBUCK GANJ BAREILLY (UP), PIN 243501, Tele No 0581 2664364.

১৭) সেন্টার কোড ২১, THE COMMANDANT 32 BN BSF, HISSAR PO SIRSA ROAD, DIST HISSAR, HARYANA, PIN 125011, Tele No 01662 276691.

১৮) সেন্টার কোড ২৩, THE OIC, KLP LUCKNOW, 193 BN BSF PO JAITHIKHERA, MOHAN LAL GANJ, LUCKNOW (UP), 226301, Tele no 0522 2999501.

আবেদনের পদ্ধতি: www.bsf.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ মে থেকে ১২ জুন ২০১৯ রাত ১১.৫৯ পর্যন্ত। সরাসরি http://bsf.nic.in/doc/recruitment/r0106.pdf  লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটা দেখা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Exit mobile version