১০% সংরক্ষণ বিল এবার সুপ্রিম কোর্টে মামলার মুখে

967
0
Reservation in Job

এবার মামলার মুখে ১০% সংরক্ষণ বিল। ১০৩ অ্যামেন্ডমেন্ট বিল-এর বিরুদ্ধে মামলা, যার মাধ্যমে দেশের শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চবর্ণের মধ্যে থেকে ১০% আসন সংরক্ষিত রাখা হবে উচ্চবর্ণেরই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য, বিভিন্ন শর্তের ভিত্তিতে।

আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই বিলের বিরুদ্ধে একটি এনজিও-র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। যদিও গত মঙ্গলবার লোকসভায় এবং কাল সুধবার রাজ্যসভায় এই বিল পাশ হয়ে যায়। এই বিল এখন নতুন আইন হিসাবে বলবৎ হওয়ার অপেক্ষা রয়েছে। ইতিমধ্যে এই বিল পাশের আগে থেকেই বিশেষত ছাত্র-ছাত্রী ও কর্মাপ্রার্থী মহলে পক্ষে-বিপক্ষে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার পর এই বিল আদতে আইনে পরিণত হবে কিনা বা হলে কী চেহারা নেবে সেবিষয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। মামলা মূলত অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণের বিধিবহির্ভূত হওয়া ও সুপ্রিম কোর্টেরই আগের রায় মাফিক ৫০%-এর মধ্যে সংরক্ষণ সীমাবদ্ধ রাখার নির্দেশের পরিপ্রেক্ষিতে।

 

10% Quota, Reservation in Job