২৩১ নার্সিং অফিসার নিয়োগ

862
0

কেন্দ্রীয় সরকারের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স শিলংয়ে ২৩১ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: NEIGR E.III/10/2016/Pt.

শূ্ন্যপদের বিন্যাস: ২৩১ (অসংরক্ষিত ৯৫, তপশিলি জাতি ৩৪, তপশিলি উপজাতি ১৭, ওবিসি ৬২, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ২৩)।

বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী শুরুর মূল বেতন ৪৪৯০০ টাকা।

যোগ্যতা: ১) ম্যাট্রিকুলেশন বা সমতুল, ২) স্বীকৃত ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে সার্টিফিকেট (পুরুষদের ক্ষেত্রে সমতুল), ৩) স্টেট নার্সিং কাউন্সিলে `এ’ গ্রেড নার্স ও মিডওয়াইফারি হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে (পুরুষদের ক্ষেত্রে সমতুল)।

বয়সসীমা: ১৯ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও ইডব্লুএস প্রার্থীদের ২৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে Deputy Director (Admn), NEIGRIHMS-এর অনুকূলে, প্রদেয় হবে শিলংয়ে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.neigrihms.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পাঠাতে হবে ‘Recruitment Cell, North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences, Mawdiangdiang, Shillong 793018’ ঠিকানায়। খামের উপরে পদের নাম লিখতে হবে। আবেদনপত্র পৌঁছতে হবে ১৯ আগস্ট ২০১৯-এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।