অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ফলপ্রকাশ

955
0
Folafal Final Pic

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং পার্সোনালিটি টেস্টের তারিখও ঘোষণা করা হয়েছে।

আগামী ২৪ স্পেটম্বর থেকে পার্সোনালিটি টেস্ট গ্রহণ শুরু হবে।

চলবে আগামী ৫ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।

সফল প্রার্থীরা ওয়েবসাইট থেকে পার্সোনালিটি টেস্টের জন্য কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।

ফল দেখা যাবে – https://www.pscwbonline.gov.in/docs/2646272