অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৪৮০৫ মাধ্যমিক ও আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস

1118
0
Ordnance Factory, Ordnance Factory Trade Apprentice

দমদম-ইছাপুর-কাশীপুর সহ সারাদেশে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিতে ট্রেড অ্যাপ্রেন্টিস  নিয়োগের জন্য ৫৬তম ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এ বছর প্রায় ৪৮০৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।  এর মধ্যে ১৫৯৫ জন নন-আইটিআই এবং ৩২১০ জন আইটিআই ক্যাটেগরি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।

যোগ্যতা— নন-আইটিআই প্রার্থী: ৫০ % নম্বর সহ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবেঃ (অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অন্তত ৪০% নম্বর সহ)। আইটিআই প্রাথী: ৫০% শতাংশ নম্বর সহ মাধ্যমিক এবনং তার সঙ্গে ৫০% নম্বর সহ এসসিভিটি/এনসিভিটি বা সংশ্লিট সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড টেস্ট উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর।

বিস্তারিত বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই অনলাইনে আপলোড করা হবে। অনলাইন আবেদন শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

বিজ্ঞপ্তি দেখার অনলাইন আবেদন করার ওয়েবসাইট: https://www.ofb.gov.in/

 

Ordnance Factory, Ordnance Factory Trade Apprentice