অসংরক্ষিতর মধ্যেও ১০% সংরক্ষণ আনছে সরকার

schedule
2019-01-07 | 15:06h
update
2019-01-07 | 17:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

এবার অসংরক্ষিত বা উচ্চ শ্রেণির মধ্যেও ১০ % সংরক্ষণ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

চলতি অধিবেশন বা আগামী বাজেট অধিবেশনে এ ব্যাপারে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। অসংরক্ষিত শ্রেণি বা উচ্চশ্রেণির মধ্যে আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণির জন্য ১০% সংরক্ষণ রাখা হবে বলে জানানো হচ্ছে। ঠিক করা হয়েছে, উক্ত শ্রেণির বার্ষিক যায় ৮ লক্ষ টাকার কম হতে হবে।  এছাড়া যাঁদের ৫ একরের কম জমি রয়েছে তাঁরাও এই সংরক্ষণের আওতায় আসবেন। বাড়ি হতে হবে ১০০০ স্কোয়্যার মিটারের ভেতরে,  পুরসভা অঞ্চলে বাড়ি হলে তা ১০৯ গজের মধ্যে হতে হবে। এই সমস্ত শর্ত অনুযাইয়ী উচ্চশ্রেণির মধ্যে ১০% সংরক্ষণ আনা হতে চলেছে বলে জানা গেছে।

Advertisement

এই নতুন বিল যদিও এখনো পাশ হয়নি। তবে পাশ হলে তা শিক্ষা থেকে কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সে ব্যাপারে এখনও পরিষ্কার নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 00:17:21
Privacy-Data & cookie usage: