ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেইন) পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

1007
0
UGC NET June 2024 Registration

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেইন) পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে। পরীক্ষা হবে আগামী ১৮ অক্টোবর দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। নিজের রেজিস্ট্রেশন আইডি বা রোল নম্বর দিয়ে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তার প্রিন্ট-আউট ব্যবহার করতে হবে মেইন এগজ্যামে বসার জন্য, অন্য কোনো চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না। ডাউনলোডের আগে ইনস্ট্রাকশন শিট পড়ে নেবেন (যেমন, ই-অ্যাডমিট কার্ডে কোনো অসঙ্গতি থাকলে সঙ্গে-সঙ্গে তা কমিশনকে ইমেল করে জানানো (usengg.upsc@nic.in), পরীক্ষার হলে কালো বলপয়েন্ট পেন ও ফটো আইডি কার্ড বা আর কী-কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যাওয়া বা করা যাবে না ইত্যাদি)। অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট বা আবছা বা ঝাপসা হলে বা ছবি আদৌ না থাকলে একই ফটোর দুকপি (প্রতি সেশনের জন্য একটি করে) সঙ্গে নিয়ে পরীক্ষার হলে দাখিল করতে হবে। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে: https://upsconline.nic.in

পরীক্ষার প্রশ্ন নিয়ে অভিযোগ জাতীয় কিছু বলার থকলে জানাতে পারবেন আগামী ১৯-২৫ অক্টোবর সন্ধে ৬টার মধ্যে, এই পোর্টালে: https://upsconline.nic.in/miscellaneous/QPRep/

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/e-ACNotice-ESEM-2020-engl-230920.pdf

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল