আইটিবিপিতে ১২১ পুরুষ-মহিলা খেলোয়াড়

1122
0
ITBP Constable Recruitment 2023

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে ১২১ জন পুরুষ-মহিলা কৃতী খেলোয়াড় নিয়োগ করা হবে। কনস্টেবল (জেনারেল ডিউটি) স্পোর্টসম্যান পদে।

বেতন: লেভেল থ্রি অনুযায়ী প্রতি মাসে ২১৭০০ টাকা।

যোগ্যতা: ম্যট্রিকুলেশন বা সমতুল। বয়সসীমা: ২১ জুন ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শারীরিক মান: পুরুষদের উচ্চতা অন্তত ১৭০ সেমি, বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা সহ ৮০ সেমি। গোর্খা, গারওয়ালি, কুমায়নী, মারাঠা, অসম, জম্মু কাশ্মীর ও হিমাচলপ্রদেশের পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ ৭৮ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা সহ ৭৭ সেন্টিমিটার। তপশিলি উপজাতি পুরুষদের উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ ৭৬ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের তপশিলি উপজাতি পুরুষদের উচ্চতা ১৬০ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ অন্তত ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ ৭৬ সেন্টিমিটার।

মহিলাদের কেবল উচ্চতা দরকার অন্তত ১৫৭ সেমি। গোর্খা, গারওয়ালি, কুমায়নী, মারাঠা, অসম, জম্মু কাশ্মীর ও হিমাচলপ্রদেশের মহিলাদের উচ্চতা ১৫৫ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের মহিলা প্রার্থীদের ১৫২.৫ সেন্টিমিটার। তপশিলি উপজাতি মহিলাদের উচ্চতা ১৫০ সেন্টিমিটার। উচ্চর-পূর্বাঞ্চলের তপশিলি উপজাতি মহিলাদের উচ্চতা ১৪৭.৫ সেন্টিমিটার।

সবক্ষেত্রেই বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।

দৃষ্টিশক্তি: দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬ ও ৬/৯। কাছের দৃষ্টি ভালো চোখে ও খারাপ চোখে এন৬ ও এন৯। ট্যারা চোখ, বর্ণান্ধতা থাকলে আবেদন করতে পারবেন না।

কোন-কোন খেলা: ক্রমিক সংখ্যা ১: অ্যাথলেটিক্স, ক্রমিক সংখ্যা ২: জুডো, ক্রমিক সংখ্যা ৩: ওয়াটার স্পোর্টস (কায়াকিং অ্যান্ড কেনোয়িং), ক্রমিক সংখ্যা ৪: ওয়াটার স্পোর্টস রোয়িং, ক্রমিক সংখ্যা ৫: বক্সিং, ক্রমিক সংখ্যা ৬: জিমন্যাস্টিক্স, ক্রমিক সংখ্যা ৭: উসু, ক্রমিক সংখ্যা ৮: আর্চারি, ক্রমিক সংখ্যা ৯: শ্যুটিং (স্পোর্ট), ক্রমিক সংখ্যা ১০: উইন্টার গেমস স্কিয়িং, ক্রমিক সংখ্যা ১১: রেসলিং, ক্রমিক সংখ্যা ১২: কারাটে।

প্রার্থী বাছাই পদ্ধতি: নথিপত্র যাচাই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি:  www.recruitment.itbppolice.nic.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২২ এপ্রিল থেকে ২১ জুন ২০১৯ রাত ১১.৫৯ পর্যন্ত। http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_30_1819b.pdf লিঙ্কে গিয়ে ক্রীড়াগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে জানা যাবে।