Site icon জীবিকা দিশারী

আইডিবিআই ব্যাঙ্কে ৫৯ অফিসার

idbi bank assistant manager recruitment 2023

আইডিবিআই ব্যাঙ্কে ৫৯ জন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ৩/২০১৯-২০। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড ১: এগ্রিকালচার অফিসার: ৪০। পোস্ট কোড ৩: ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রড অ্যানালিস্ট (মেকার): ১৪। পোস্ট কোড ৪: ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টিগেটর (চেকার): ৫।

যোগ্যতা: এগ্রিকালচার অফিসার: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এগ্রিকালচার/ হর্টিকালচার/ ভেটেরিনারি সায়েন্স/ ফিশারিজ/ ডেয়ারি টেকনোলজি অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ড্রিতে গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে চার বছরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার।

ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট– ফ্রড অ্যানালিস্ট (মেকার): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কমার্স গ্র্যাজুয়েট। সিএ/ এমবিএ/ সিএআইআইবি/ জেএআইআইবি বাঞ্ছনীয়। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত চার বছরের অভিজ্ঞতা।

ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট– ইনভেস্টিগেটর (চেকার): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কমার্স গ্র্যাজুয়েট। সিএ/ এমবিএ/ সিএফই/ সিএআইআইবি/ জেএআইআইবি বাঞ্ছনীয়। অন্তত সাত বছরের ব্যাঙ্কিং অভিজ্ঞতা।

বয়সসীমা: এগ্রিকালচার অফিসার ও ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রড অ্যানালিস্ট মেকার পদে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টিগেটর চেকার পদে বয়স হতে হবে ২৮-৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ১ নভেম্বর ২০১৯ তারিখের হিসাবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৭০০ টাকা। তপশিলি জাতি/উপজাতিদের ১৫০ টাকা। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.idbibank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf লিঙ্কে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

 

 

Exit mobile version