আইবিপিএসের একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা

1628
0
IBPS Recruitment 2023

আইবিপিএসের রুরাল রিজিয়নাল ব্যাঙ্ক ও পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কের একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা  করা হয়েছে।

আরআরবির সিআরপি আরআরবি (অফিসার ) ও আরআরবি (অফিস অ্যাসিস্ট্যান্ট) পদের পরীক্ষা হবে আগামী ১ আগস্ট, ২ আগস্ট, ৮ আগস্ট, ৯ আগস্ট ও ১৬ আগস্ট। অফিসার স্কেল ১ ও ২ -এর সিঙ্গল পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। অফিসার স্কেল ১ পদের মেইন পরীক্ষা ১৩ সেপ্টেম্বর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ১৯ সেপ্টেম্বর।

পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কের পিও/এমটি পদের প্রিলিমিনারি পরীক্ষা ৩, ৪, ১০ অক্টবর, মেইন পরীক্ষা ২৮ নভেম্বর। ক্লার্ক পদের প্রিলিমিনারি পরীক্ষা ১২, ১৩ ০ ১৯ ডিসেম্বর এবং মেইন পরীক্ষা ২৪ জানুয়ারি, ২০২১। স্পেশালিস্ট অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর, মেইন পরীক্ষা ৩০ জানুয়ারি, ২০২১।

পরীক্ষার জন্য রেজিস্ট্র্রেশন করা যাবে অনলাইনে। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার জন্য একবারেই রেজিস্ট্রেশান করতে হবে।

বিজ্ঞপ্তির লিঙ্ক – https://www.ibps.in/wp-content/uploads/IBPS_Calendar_2020.pdf

 

 

IBPS, RRB Exam, IBPS RRB