আইবিপিএসের ক্লার্ক নিয়োগ মূল পরীক্ষার অ্যাডমিট কার্ড, স্পেশ্যালিস্ট নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারির ফল

956
0
IBPS Recruitment 2023

ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ক্লার্ক নিয়োগের নবম পর্যায়ের মূল পর্বের পরীক্ষার (CRP CLERKS-IX) অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে, ৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত ৭, ৮, ১৪ ও ২১ ডিসেম্বর। মূল পর্বের পরীক্ষা হবে আগামী ১৯ জানুয়ারি। ওয়েবসাইটে লগইন করে কীভাবে ডাউনলোড করা যাবে, কোনো সমস্যা হলে কী করবেন তাও জানানো আছে। এই লিঙ্কে: https://ibpsonline.ibps.in/crpclk9sep19/clpome_jan20/login.php?appid=b94b1908c179e924eb7b3a18efc3c5b9

আইবিপিএস-এর মাধ্যমে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের নবম পর্যায়ের পরীক্ষার (CRP-SPL-IX-Recruitment of Specialist Officers) ফল বেরিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত ২৮ ও ২৯ ডিসেম্বর। মূল পর্বের পরীক্ষা হবে আগামী ২৫ জানুয়ারি। প্রিলিমিনারির ফল দেখা যাবে ৭-১৩ জানুয়ারি, এই লিঙ্কে লগইন করে:

https://ibpsonline.ibps.in/crpspl9nov19/resspl9of_jan20/login.php?appid=f1cb34b4ecee577d74e7ef62567a1af1