আইবিপিএসের গ্রামীণ ব্যাঙ্কগুলির অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-ওয়ান নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

742
0
NET, Net, Net Online Application

দেশের গ্রামীণ ব্যাঙ্কগুলির (রিজিওনাল রুরাল ব্যাঙ্ক) অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল-ওয়ান শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আইবিপিএস-এর পরীক্ষার (CRP RRB-VII OFFICE ASSTT ও CRP RRB-VII OFFICER SCALE-I) চূড়ান্ত ফল বেরিয়েছে, বেরিয়েছে ব্যাঙ্কওয়াড়ি নিয়োগবণ্টনের তালিকাও। দেখা যাবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। সব দেখার লিঙ্ক পাওয়া যাবে আইবিপিএসের এই ওয়েবপেজে: https://www.ibps.in/crp-rrb-vii-rrb/