আইবিপিএস আরআরবি অ্যাসিস্ট্যান্ট ও বিভিন্ন স্কেলের অফিসার নিয়োগ মেইন পরীক্ষার ফল

935
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

আইবিপিএস-এর মাধ্যমে রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলির সিআরপি আরআরবি-৭ অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-ওয়ান, জেনারেল ব্যাঙ্কিং অফিসার স্কেল-টু, স্পেশ্যালিস্ট অফিসার স্কেল-টু ও অফিসার স্কেল-থ্রি নিয়োগের অনলাইন মেইন পরীক্ষার ফল বেরিয়েছে। ফল দেখা যাবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত, নিচের লিঙ্কে লগইন করে। রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে ও তার নিচে দেওয়া সিক্রেট কোড টুকে দিয়ে লগইন করতে হবে। সংশ্লিষ্ট লিঙ্কগুলো পাবেন এই ওয়েবপেজে: https://www.ibps.in/crp-rrb-vii-rrb/