আইবিপিএস পিও/ম্যানেজমেন্ট ট্রেনি মেইন পরীক্ষার স্কোরকার্ড

1159
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

আইবিপিএস-এর CRP-PO/MT-VIII-Recruitment of Probationary Officers/ Management Trainees বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের মেইন পরীক্ষার স্কোরকার্ড আপলোড করা হয়েছে। ২৭ ডিসেম্বর থেকে এই নম্বর দেখা যাচ্ছে, দেখা যাবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর ও পাসওয়ার্ড/জন্মতারিখ উল্লেখ করে, তার নিচে দেওয়া সুরক্ষা কোড টুকে দিয়ে লগইন করলে নিজের প্রাপ্ত নম্বর দেখা যাবে। প্রসঙ্গত, এই পরীক্ষার ফল বেরনোর খবর আমরা যথাসময়ে আপলোড করেছিলাম (https://jibikadishari.co.in/?p=9075)।

স্কোর দেখা যাবে এই লিঙ্কে: http://ibps.sifyitest.com/ibpsot8aug18/res8posda_dec18/login.php?appid=7548d855a92964bc908c32b2f425ff49