আইসিএমআরে ২১ ফিল্ড ওয়ার্কার, এমটিএস ও টেকিনিশয়ান

2063
0

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন নন-কমিউনিকেবল ডিজিসেস (এনআইআইআরএনসিডি)-এ ২১ জন ফিল্ড ওয়ার্কার, টেকনিশিয়ান থ্রি ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে চুক্তিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: NIIRNCD/Rectt.File/2019-001.

শূন্যপদ: পোস্ট কোড ০১: ফিল্ড ওয়ার্কার (মহিলা): ১৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি ৭, ইডব্লুএস ১)।  পোস্ট কোড ০২: টেকনিশিয়ান থ্রি: ৩ (তপশিলি উপজাতি)। পোস্ট কোড ০৩: মাল্টি টাস্কিং স্টাফ: ২ (অসংরক্ষিত)।

যোগ্যতা, বয়স ও পারিশ্রমিক: ফিল্ড ওয়ার্কার: বিজ্ঞান বিষয় সহ দ্বাদশ শ্রেণি পাশ এবং মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ এবং এক বছরের ডিএমএলটি সহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের ল্যাব অভিজ্ঞতা। ফিল্ড ওয়ার্কার পদটির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।পারিশ্রমিক প্রতি মাসে ১৮০০০ টাকা।

টেকনিশিয়ান থ্রি: বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ এবং মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ এবং এক বছরের ডিএমএলটি সহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের ল্যাব অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। পারিশ্রমিক ১৮০০০ টাকা।

মাল্টি টাস্কিং স্টাফ: হাই স্কুল বা সমতুল পাশ। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।পারিশ্রমিক ১৫৮০০ টাকা।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।http://dmrcjodhpur.nic.in/  ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ইমেল করে niirncdjodhpur@gmail.com আইডিতে পাঠাতে হবে, আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৫.৩০ টার মধ্যে।

http://dmrcjodhpur.nic.in/Application__form.pdf লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে এবং http://dmrcjodhpur.nic.in/Advt_11092020.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল