আইসিএমআর-এ ৪৫ টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিঃ, জুনিয়র ক্লার্ক নিয়োগ

1189
0
ICMR Picture

আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিভিন্ন শাখায় ৬ মাসের চুক্তিতে ৪৫ জন টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: 01/NIV/Admn/Contract/2020-21.

জায়গা অনুযয়ী শূন্যপদ: টেকনিশিয়ান: ১৪ (পুণে ৮, মুম্বই ২, বেঙ্গালুরু ২, কেরালা ২)৷ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৬ (পুণে ৩, মুম্বই ১, বেঙ্গালুরু ২)৷ টেকনিক্যাল অফিসার: ১০ (পুণে ৮, মুম্বই ২)৷ ডেটা এন্ট্রি অপারেটর: ৭ (পুণে ৩, মুম্বই ১, কেরালা ৩)৷ জুনিয়র ক্লার্ক (অ্যাডমিন): ৭ (পুণে ৬, মুম্বই ১)৷ মাল্টি টাস্কিং স্টাফ: ১ (মুম্বই)৷

পারিশ্রমিক: টেকনিশয়ান পদে প্রতি মাসে ১৮০০০ টাকা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৩১০০০ টাকা, টেকনিক্যাল অফিসার পদে ৩২০০০ টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৭০০০ টাকা, জুনিয়র ক্লার্ক ১৬০০০ টাকা ও মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৫৮০০ টাকা৷

যোগ্যতা: টেকনিশিয়ান: বিজ্ঞান বিষয় সহ দ্বাদশ শ্রেণি পাশ সহ ডিএমএলটি৷

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা বা মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ জুলজি/ বটানি/ এনটোমোলজি/ বায়ো কেমিস্ট্রি, এপিডেমিওলজি/ মলিকিউলার বায়োলজি/ প্যাথোলজি/ ভেটেরিনারি/ ভাইরোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি৷

টেকনিক্যাল অফিসার: লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বা মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ জুলজি/ বটানি/ এনটোমোলজি/ বায়ো কেমিস্ট্রি, এপিডেমিওলজি/ মলিকিউলার বায়োলজি/ প্যাথোলজি/ ভেটেরিনারি/ ভাইরোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি৷

ডেটা এন্ট্রি অপারেটর: দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে কম্পিউটারে প্রতি ঘণ্টায় ১৫০০০ কি ডিপ্রেশন৷

জুনিয়র ক্লার্ক: দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে বা হিন্দিতে ৩০ শব্দের গতিতে টাইপ৷

মাল্টি টাস্কিং স্টাফ: হাই স্কুল (এসএসসি) বা সমতুল পাশ৷

বয়সসীমা: টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর৷ সবক্ষেত্রেই ৩০ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোন্যাল ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ করোনা পরিস্থিতির জন্য স্কাইপ/ ভিডিও কলে ইন্টারভিউ হবে৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.niv.co.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র নিচের ইমেল আইডিতে আগামী ৩০ জুলাই বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে- পুণের জন্য recruitmentniv@gmail.com

মুম্বইয়ের জন্য nivmumbaiunit@gmail.com

বেঙ্গলুরুর জন্য nivbng@gmail.com

কেরালার জন্য nivkeralaoffice@gmail.com

https://niv.co.in/career/Advt_No_01_Contract_2020-21.pdf  লিঙ্কে আবেদনপত্রের বয়ান সহ নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল