আপার প্রাইমারির ৯০% পদ দ্রুত পূরণের জন্য শিক্ষামন্ত্রীর নির্দেশ

670
0

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলির আপার প্রাইমারি বিভাগে শিক্ষক নিয়োগের মামলায় মোট শূন্যপদের ১০% বাদে ৯০% আসনে নিয়োগের আনুমতি সম্প্রতি আদালত দিয়েছে। সে খবর আমরা ইতিমধ্যেই আমাদের এই পোর্টালে জানিয়েছি। স্কুলগুলিতে শিক্ষাবন্ধু, শিক্ষাসাথী, শিক্ষা সম্প্রসারক, শিক্ষাকর্মী হিসাবে কর্মরত ৪ জন প্রার্থী মামলাটি করেছিলেন এই যুক্তিতে যে, তাঁদেরও পার্শ্বশিক্ষকদের মতো নিয়োগ, কাজকর্ম ইত্যাদি, অতএব তাঁদেরও পার্শ্বশিক্ষকদের জন্য বরাদ্দ করা ১০% পদসংরক্ষণের আওতায় রেখে সংরক্ষণের সু্যোগ দেওয়া হোক।

আদালত সেই মামলার শুনানি গ্রীষ্মাবকাশের পর আবার হবে জানিয়ে অন্তর্বর্তীকালীন রায়ে বলেন, ওই ১০%-র জন্য বাকি ৯০%-র নিয়োগ আটকে রাখার যুক্তি নেই অতএব বাকি ৯০% পদ পূরণ করতেও বাধা নেই। বিচারাধীন ১০%-র বিষয়টি মামলার চূড়ান্ত মীমাংসার ওপর নির্ভর করবে।

রাজ্যের শিক্ষামন্ত্রীও আপার প্রাইমারির ৯০% পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন। আশা করা যায়, স্কুল সার্ভিস কমিশনও এবার দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।