আপার প্রাইমারি মেধা তালিকা নিয়ে গুচ্ছ অভিযোগ এসএসসি অফিসে

742
0
SSC, SSC Upper Priamary, Upper Primary

হাজার খানেক অভিযোগ পত্র জমা পড়লো রাজ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে। আপার প্রাইমারি নিয়ে মেধাতালিকা প্রকাশের পর অভিযোগের বন্যা বয়ে যাচ্ছে এসএসসির সদর দপ্তরে। কারও অভিযোগ টেট ও মেধা তালিকার নম্বর  আলাদা, কারও অভিযোগ ইন্টারভিউয়ের নম্বর নিয়ে।

গত ৪ অক্টোবর আপার প্রাইমারি মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এর পাশাপাশি ফলফল নিয়ে কোনো অসঙ্গতি বা বৈষম্য ধরা পড়লে  পরীক্ষার্থীর সেই অভিযোগ গ্রহণ করার ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়। মাঝে কিছুদিন দুর্গোৎসবের জন্য কমিশনের অফিস বন্ধ থাকলেও গতকাল থেকে ফের অভিযোগ গ্রহণ শুরু হয়। কাল পর্যন্ত মোট ১,০১৪টি অভিযোগ জমা পড়ে এসএসসির সদর দপ্তরে।

তবে এসএসসির তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, কোনোরকম দুর্নীতি বা অস্বচ্ছতার ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয়নি। সমস্ত পরীক্ষার্থীর অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অভিযোগ গ্রহণ চলবে।