সেবিতে আবেদনের সময়সীমা বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

1834
0
Securities and Exchange Board of India

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ায় অফিসার গ্রেড এ (জেনারেল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ অ্যান্ড অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্রিম) নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হল৷ আবেদনের শেষ তারিখ ছিল গত ৩১ জুলাই, কোভিড পঋস্থিতির কারণে ৪র্থ এক সংশোধনীতে শেষ বাড়িয়ে করা হল আগামী ৩১ অক্টোবর৷ সম্প্রতি সেবির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের শেষ তারিখ বাড়ানোর কথা জানানো হয়েছে৷

https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=147 লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

আগে যাঁরা আবেদন করতে পারেননি তাঁদের জন্য আমাদের পোর্টালে প্রকাশিত মূল খবরটির লিঙ্ক দিয়ে দেওয়া হল: https://jibikadishari.co.in/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল