আরও ২৫৬ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা

2050
2
Hooghly anganwadi recruitment,

পশ্চিমবঙ্গের বিভিন্ন শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য পৃথক-পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫৬ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। ১৫ জুন আমাদের ওয়েবসাইটে ৪০২ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের খবর দেওয়া হয়েছে (https://jibikadishari.co.in/?p=5716 লিঙ্কে ক্লিক করে সেই খবরের বিস্তারিত জানা যাবে)। ইতিমধ্যে আরও কয়েকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তর ২৪ পরগনারই আরও ১০টি ওয়ার্ড ও পুরসভায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। যেসমস্ত জায়গা নতুন করে যোগ হয়েছে সেগুলি হল: অশোকনগর-কল্যাণগড় (শহর), বাদুড়িয়া, বসিরহাট (আরবান), বনগাঁ (গ্রামীণ), হাবড়া, হাড়োয়া, হাসনাবাদ, রাজারহাট।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার শূন্যপদের বিবরণ:

অশোকনগরকল্যাণগড় শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ১ (তঃজাঃ)। অঙ্গনওয়াড়ি সহায়িকা ৭ (সাধাঃ ৩– ওয়ার্ড নং ৮, ১২, ১৩। তঃজাঃ ২– ওয়ার্ড নং ১৩, ১৯। তঃউঃজাঃ ১– ওয়ার্ড নং ২১। ওবিসি এ ১– ওয়ার্ড নং ২১)।

বাদুড়িয়ায় শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ ১৪ (সাধাঃ ৬– চণ্ডীপুর, আটুরিয়া, যশাইকাটি-আটঘরা, যদুহাটি দক্ষিণ, রঘুনাথপুর। তঃজাঃ ৩– চণ্ডীপুর, যশাইকাটি-আটঘরা, যদুরহাটি দক্ষিণ। তঃউঃজাঃ ১– আটুরিয়া। ওবিসি এ ২– সন্তোষনগর-১, রঘুনাথপুর। ওবিসি বি ১– যদুরহাটি দক্ষিণ। প্রতিবন্ধী ১– চাতরা)। বাদুড়িয়া পুরসভাতে শূন্যপদ ৫ (সাধাঃ ২– ওয়ার্ড নং ১০,১১। তঃজাঃ ২– ওয়ার্ড নং ৭, ১৩। ওবিসি বি ১– ওয়ার্ড ১৫)।

বসিরহাটে (শহর) শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ২ (সাধাঃ ১, তঃউঃজাঃ ১)। শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা ৩ (সাধাঃ ২– ওয়ার্ড নং ৭, ১২। তঃউঃজাঃ ১– ওয়ার্ড নং ৬)।

বণগাঁওতে (গ্রামীণ) শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ১০ (সাধাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৮)। শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা ১২ (সাধাঃ ৬–সুন্দরপুর, ধর্মপুকুরিয়া, আকাইপুর, পাল্লা, বৈরামপুর, চৌবেড়িয়া-১। তঃজাঃ ২– গাড়াপোতা, কালুপুর। তঃউঃজাঃ ১– গোপালনগর ১। ওবিসি এ ২– ঘাটওবড়, গঙ্গানন্দপুর। ওবিসি বি ১– ছয়ঘরিয়া)।

হাবড়ায় শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ৭ (সাধাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি বি ১)। শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা ২৫ (সাধাঃ ১২– বেড়গুম ২ নং, মসলন্দপুর ১ নং, মসলন্দপুর ২ নং, কুমড়া, পথিবা, রাউতাড়া। তঃজাঃ ৫– বেড়গুম ২ নং, কুমড়া, পথিবা, রাউতাড়া। তঃউঃজাঃ ২– মসলন্দপুর ২ নং, রাউতাড়া। ওবিসি এ ২– মসলন্দপুর ২ নং, রাউতাড়া। ওবিসি বি ১– কুমড়া। শাঃপ্রঃ ৩– বেড়গুম ২ নং, মসলন্ডপুর ২ নং, কুমড়া)।

হাড়োয়ায় শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা ১৪ (সাধাঃ ২– হাড়োয়া, সোনাপুকুর সংকরপুর। তঃজাঃ ১– খাসবালান্দা। তঃউঃজাঃ ৬– কুলটি, সোনারপুকুর সংকরপুর, শালিপুর, বকজুড়ি। ওবিসি এ ২– গোপালপুর ২, খাসবালান্দা। ওবিসি বি ৩– গোপালপুর ২, হাড়োয়া, বকজুড়ি)।

হাসনাবাদে শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা ১) হাসনাবাদ সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পর জন্য ৪৭ (সাধাঃ ২৩– আমলানি, মাখালগাছা, মুরারিশাহ, ভেবিয়া, টাকি পুরসভা। তঃজাঃ ১১– আমলানি, মাখালগাছা, মুরারিশাহ, ভেবিয়া, টাকি পুরসভা। তঃউঃজাঃ ৩– মাখালগাছা, মুরারিশাহ, ভেবিয়া। ওবিসি এ ৫– আমলানি, মাখালগাছা, মুরারিশাহ, ভেবিয়া, টাকি পুরসভা। ওবিসি বি ৩– মাখালগাছা, মুরারিশাহ, ভেবিয়া। শাঃপ্রঃ ২– মাখালগাছা, মুরারিশাহ)।

২) অতিরিক্ত হাসনাবাদ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পর জন্য শূন্যপদ ৭ (সাধাঃ ৩– বরুনহাট, পাটলিখানপুর। তঃজাঃ ২– ভবানিপুর ১, হাসনাবাদ। তঃউঃজাঃ ১– ভবানীপুর ১। ওবিসি এ ১– বরুণহাট)।

রাজারহাটে শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ৩ (তঃউঃজাঃ)। অঙ্গনওয়াড়ি সহায়িকা গ্রাম পঞ্চায়েতে ৪৪ (সাধাঃ ২৫– চাঁদপুর, পাথরঘাটা, রাজারহাট বিষ্ণুপুর ১, রাজারহাট বিষ্ণুপুর ২, জ্যাংরা। তঃজাঃ ১০– চাঁদপুর, পাথরঘাটা, রাজারহাট বিষ্ণুপুর ১, রাজারহাট বিষ্ণুপুর ২, জ্যাংরা। তঃউঃজাঃ ১– চাঁদপুর। ওবিসি এ ৪– চাঁদপুর, পাথরঘাটা, রাজারহাট বিষ্ণুপুর ২। ওবিসি বি ৩– পাথরঘাটা, রাজারহাট বিষ্ণুপুর ১, রাজারহাট বিষ্ণুপুর ২। শাঃপ্রঃ ১–চাঁদপুর)। বিধাননগর পুরনিগমে শূন্যপদ ১১ (সাধাঃ ৩– ওয়ার্ড নং ২৭। তঃজাঃ ৪– ওয়ার্ড নং ২, ২১, ২৬, ২৭। তঃউঃজাঃ ১– ওয়ার্ড নং ১। ওবিসি এ ২– ওয়ার্ড নং ২, ২৭। শাঃপ্রঃ ১– ওয়ার্ড নং ২১)।

মধ্যমগ্রামে শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা মধ্যমগ্রাম পুরসভায় ২৬ (সাধাঃ ১৩– ওয়ার্ড নং ১, ৪, ১৪, ১৫, ১৬, ১৭, ২৬, ২৭। তঃজাঃ ৮– ওয়ার্ড নং ১, ৩, ৭, ১৬, ১৭, ১৮, ২৫। তঃউঃজাঃ ২– ওয়ার্ড নং ৯। ওবিসি এ ৪– ওয়ার্ড নং ২, ৭, ১৩। ওবিসি বি ২– ওয়ার্ড নং ২, ২৮। শাঃপ্রঃ ২– ওয়ার্ড নং ২৬)। নিউব্যারাকপুর পুরসভায় শূন্যপদ ৫ (সাধাঃ ২– ওয়ার্ড নং ৭, ৮। তঃউঃজাঃ ১– ওয়ার্ড নং ১৭। ওবিসি এ ১– ওয়ার্ড নং ১৮। শাঃপ্রঃ ১– ওয়ার্ড নং ২০)।

হাবড়ায় (শহর) শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী ১ (ওবিসি)। শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা ১২ (সাধাঃ ৩– ওয়ার্ড নং ১০, ৫, ২১। তঃজাঃ ২– ওয়ার্ড নং ৪, ১১। তঃউঃজাঃ ২– ওয়ার্ড নং ১৬, ৫। ওবিসি এ ৩– ওয়ার্ড নং ১৩, ১৯, ২৪। ওবিসি বি ১– ওয়ার্ড নং ২৩। শাঃপ্রঃ ১– ওয়ার্ড নং ১০)। যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদনের পদ্ধতি আগের খবরেই উল্লেখ করা হয়েছে https://jibikadishari.co.in/?p=5716 লিঙ্কে পাওয়া যাবে।

মধ্যমগ্রামে আবেদনপত্রে স্মারকসংখ্যা লিখবেন:

অশোকনগর-কল্যাণগড়-এর ক্ষেত্রে ৫৬/ আইসিডিএস/ একে (ইউ) তারিখঃ ১১/ ০৬/ ২০১৮।

বাদুড়িয়ার ক্ষেত্রে ১৩৯/ আইসিডি/ বাদু  তারিখঃ ১১/ ০৬/ ২০১৮।

বসিরহাটের ক্ষেত্রে ৮২/ আইসিডিএস/ বিএইচএটি-ইউ  তারিখঃ ১১/ ০৬/ ২০১৮।

বণগাঁ-র ক্ষেত্রে ২২৯/ বিএনজি/ আইসিডি  তারিখঃ ১১/০৬/২০১৮।

হাবড়ার ক্ষেত্রে ১২৪/ হাব-১/ আইসিডিএস  তারিখঃ ১১/০৬/২০১৮।

হাড়োয়ার ক্ষেত্রে ২৬/ আইসিডিএস/ এইচএআরওএ  তারিখঃ ১৩/০৬/২০১৮।

হাসনাবাদের ক্ষেত্রে ৬২/ আইসিডিএস/ এইচএনবি  তারিখঃ ১১/০৬/২০১৮।

রাজারহাটের ক্ষেত্রে ১৩৩/ আইসিডিএস/ রাজ   তারিখঃ ১১/০৬/২০১৮।

মধ্যমগ্রামের ক্ষেত্রে ১৪৪/ এমডিএইচ/ এনবিকেপি/ আইসিডিএস  তারিখ ১৫/০৬/২০১৮।

হাবড়া (শহর)-এর অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে ১৮৬/ আইসিডি/ হাব তারিখঃ ১৫/০৬/২০১৮। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ১৮৭/ আইসিডি/ হাব তারিখঃ ১৫/০৬/২০১৮।

উত্তর ২৪ পরগনার আরও ২৬ ওয়ার্ড/ পুরসভায় ২০৬ অঙ্গনওয়াড়ি কর্মী/ সহায়িকা নিয়োগের খবর https://jibikadishari.co.in/?p=5716 লিঙ্কে।