আরপিএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষার আন্সারশিট

1174
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে প্রটেকশন স্পেশ্যাল ফোর্সে কনস্টেবল নিয়োগ পরীক্ষার (এ, বি এবং এফ গ্রুপের পরীক্ষার্থীদের) আন্সারশিট ফেখা যাবে এই ওয়েবপেজ থেকে: https://constable1.rpfonlinereg.org/viewanswersheet.html.  নিজের রেলের গ্রুপ (এ, বি বা এফ— যেমন দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য রেলের জন্য ‘এ’ গ্রুপ)-এর লিঙ্কে ক্লিক করে রোলনম্বর, জন্মতারিখ, পরীক্ষার তারিখ, ব্যাচ নির্দেশ করে সঙ্গে দেওয়া কোড টুকে দিয়ে সাবমিট করলে পাওয়া যাবে সংশ্লিষ্ট আন্সারশিট।

এ এবং বি গ্রুপের এস আই পদের আন্সার-শিট দেখার ওয়েবপেজ: https://si.rpfonlinereg.org/viewanswersheet.html