আরপিএফে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ৩ গ্রুপের কাট-অফ মার্কস

945
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে প্রটেকশন স্পেশ্যাল ফোর্সে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ‘এ’, ‘বি’ ও ‘এফ’ গ্রুপের কাট-অফ মার্ক্স প্রকাশ করা হয়েছে।  যেমন ‘এ’ গ্রুপে (SR, SWR & SCR) মহিলাদের ওবিসি ৪৬.৬৭, তপশিলি জাতি ৪১.২৪, তপশিলি উপজাতি ৩৮.৪৯, অসংরক্ষিত ৪৭.৬৯,  পুরুষদের ওবিসি ৯৩.৫৫, তঃজাঃ ৭৭.২৯, তঃউঃজাঃ ৭৬.৭১, অসং ৭৯.৭৫, প্রাক্তন সমরকর্মী ৩৬.২২।

‘বি’ গ্রুপে (CR, WR, WCR & SECR) মহিলাদের ওবিসি ৪৯.৮১, তঃজাঃ ৪৯.৫৮, তঃউঃজাঃ ৪৩.২৭, অসং ৫৭.৯১, পুরুষদের ওবিসি ৮৮.৩৫, তঃজাঃ ৮৩.৭৩, তঃউঃজাঃ ৭৬.৬৯, অসং ৮৭.১৫, প্রাঃসঃকঃ ৩৬.২৩।

‘এফ’ গ্রুপে (NFR) শুধু পুরুষদের ওবিসি ৮৪.১৯, তঃজাঃ ৭০.৫১, তঃউঃজাঃ ৬৮.২২, অসং ৮৬.৮৯, প্রাঃসঃকঃ ৩৬.১৫।

কাট-অফ মার্কস দেখা যাবে এই লিঙ্কে: https://constable.rpfonlinereg.org/cutoff.html