আরপিএফে ক্ল্যারিকাল পদ বিলোপের ভাবনা

schedule
2018-07-19 | 12:23h
update
2018-07-19 | 12:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ক্ল্যারিকাল বিভাগের দুর্নীতি নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। মুখ্য দফতরে আসা দরখাস্ত দীর্ঘদিন ধরে ফেলে রাখা, ডিভিশনাল দফতরের গুরুত্বপূর্ণ তথ্য ও রিপোর্ট আইজির কাছে পাঠানো হলে তা ঠিকমতো পেশ না করা, এছাড়াও কোথায় কত চিঠি পাঠানো হল বা কী পদক্ষেপ নেওয়া হল তার কোনো লিখিত নথিপত্র না রাখা সহ নানা অভিযোগ উঠেছে ক্ল্যারিকাল বিভাগের বিরুদ্ধে। এই ধরনের কাজের বহর দেখে রেল কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্ত, এবার তাঁদের অফিস ক্লার্কের কাজ করবেন আরপিএফ কর্মীরাই। বর্তমানে সরকারি-বেসরকারি নানা সংস্থা ও দফতরে নিছক ক্ল্যারিকাল পদ উঠে গেছে, এবার আরপিএফও সম্ভবত সেই পথেই এগোচ্ছে। যদিও পালাবদলের এই ভাবনায় ক্ল্যারিকাল কর্মিমহল যেমন ক্ষুব্ধ, চিন্তিত আরপিএফ কর্মীরাও। কর্মীসংখ্যার ঘাটতিতে নিজেদের মূল কাজ সামলানোই যখন সমস্যার মুখে তখন এতসব লেখালেখি ইত্যাদির কাজ যোগ হলে সমস্যা বাড়বে বই কমবে না বলে তাঁদের অভিমত।

Advertisement

আপাতত আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড একটি কমিটি গঠন করে চিফ সিকিউরিটি কমিশনার এবং ডিভিশনাল সিকিউরিটি কমিশনের দফতরগুলির হালহকিকত দেখবে। বর্তমানে কত জন কর্মী কাজ করেন, তাঁদের কার্যকারিতা, আরপিএফ কর্মীরা কীভাবে কাজ করবেন ইত্যাদি বিষয় খতিয়ে দেখে রিপোর্ট দেবে বোর্ড কমিটি। তবে কীভাবে পালাবদল হবে, ধাপে-ধাপে নাকি পুরোপুরি সেবিষয়ে এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 07:22:55
Privacy-Data & cookie usage: