আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে ১৫০ ডাক্তার

1308
0
medical officer recruitment
Doctor in front of a bright background

আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসে ১৫০ জন শর্ট সার্ভিস কমিশন্ড (এসএসসি) অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় মহিলা ও পুরুষ আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

শূন্যপদ: ১৫০ (পুরুষ ১৩৫, মহিলা ১৫)।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

যোগ্যতা: এমবিবিএস (পার্ট ওয়ান ও টু) পাশ এবং ৩০ জুন ২০১৯ তারিখ বা তার আগে ইন্টার্নশিপ শেষ করে থাকতে হবে। যে-কোনো স্টেট মেডিকেল কাউন্সিল/ মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াতে পার্মানেন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। স্টেট মেডিকেল কাউন্সিল/ মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া/ এনবিই স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন।

আবেদনের ফি: ২০০ টাকা। আবেদনের পদ্ধতি: www.amcsscentry.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০১৯ পর্যন্ত।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে ৩০ জুলাই ২০১৯ তারিখ। স্থান: Army Hospital (R&R), Delhi Cantt.

https://amcsscentry.gov.in/uploads/not/SSC_Rect_Advt_2019.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।