Site icon জীবিকা দিশারী

আলিপুরদুয়ারে ১৩৪ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

Hooghly Anganwadi Recruitment 2023

আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার মহিলা প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

ব্লক অনুযায়ী শূন্যপদ: আলিপুরদুয়ার ওয়ান মেই্ন আইসিডিএস প্রোজেক্ট (সালকুমার ১ গ্রাম পঞ্চয়েত, সালকুমার ২ গ্রাম পঞ্চায়েত, পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত, পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত, চকোয়াক্ষেতি গ্রাম পঞ্চায়েত, মথুরা গ্রাম পঞ্চায়েত): শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।

আলিপুরদুয়ার টু মেইন আইসিডিএস প্রোজেক্ট (পারোকাটা গ্রাম পঞ্চায়েত, ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত, চাপারেরপার ১ গ্রাম পঞ্চায়েত, চাপারেরপার ২ গ্রাম পঞ্চায়েত, মাঝেরদাবড়ি গ্রাম পঞ্চায়েত): ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

আলিপুরদুয়ার টু এডিডিএলএল আইসিডিএস প্রোজেক্ট (তুরতুরি গ্রাম পঞ্চায়েত, কোহিনূর গ্রাম পঞ্চায়েত, শামুকতলা গ্রাম পঞ্চায়েত, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত, তাতপাড়া ১ গ্রাম পঞ্চায়েত, তাতপাড়া ২ গ্রাম পঞ্চায়েত): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

আলিপুরদুয়ার মাদারিহাট আইসিডিএস প্রোজেক্ট (শিশুঝুমরা, বান্দাপানি, বীরপাড়া ১, বীরপাড়া ২, লঙ্কাপাড়া): ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

কালচিনি মেইন আইসিডিএস প্রোজেক্ট (চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত, গাড়োপাড়া গ্রাম পঞ্চায়েত, কালচিনি গ্রাম পঞ্চায়েত, রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত): ১৩ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।

কালচিনি এডিডিএল আইসিডিএস প্রোজেক্ট (দলসিংপাড়া, জয়গাঁ ১, জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েত): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)।

কালচিনি এডিডিএল ওয়ান আইসিডিএস প্রোজেক্ট (লাটাবাড়ি, মালাঙ্গী, মেন্দাবাড়ি, সাতালি): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

আলিপুরদুয়ার আরবান আইসিডিএস প্রোজেক্ট (আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর ১ ও ওয়ার্ড নম্বর ২): ১ (অসংরক্ষিত)।

কুমারগ্রাম মেইন আইসিডিএস প্রোজেক্ট, নোটিফিকেশন নম্বর ১৯/আইসিডিএস/কেএমডি(এনকেএস গ্রাম পঞ্চায়েত, কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত, চাঙমারি গ্রাম পঞ্চায়েত, ভলকা ১, ভলকা ২): ২৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।

কুমারগ্রাম এডিডিএল, নোটিফিকেশন নম্বর ২১/আইসিডিএস/কেএমজি (কামাখ্যাগুড়ি ১, কামাখ্যাগুড়ি ২, খোয়ারডাঙ্গা ১, খোয়ারডাঙ্গা ২, রায়ডাক, তুরতুরি খাণ্ডা): ২৩ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।

কুমারগ্রাম মেইন, নোটিফিকেশন নম্বর ১৮/আইসিডিএস/কেএমজি: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

কুমারগ্রাম এডিডিএল, নোটিফিকেশন নম্বর: ২০/আইসিডিএস/কেএমজি: ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

ফালাকাটা মেইন আইসিডিএস প্রোজেক্ট (ফালাকাটা ১ গ্রাম পঞ্চায়েত, ফালাকাটা ২, মাইরাডাঙ্গা, পরঙ্গেরপার, গুয়াবারনগর, সালকুমার): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

ফালাকাটা অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্ট (জায়েশ্বর ১ গ্রাম পঞ্চায়েত, জটেশ্বর ২, ধনিরামপুর ১, ধনিরামপুর ২, দলগাঁও গ্রাম পঞ্চায়েত, দলগাঁও পঞ্চায়েত): ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে (জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৭৫ থেকে ১ জানুয়ারি ২০২০ সালের মধ্যে)।

যোগ্যতা: দশম শ্রেণি পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের উল্লেখিত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নোটিফিকেশনের দিনের ৬ মাস আগের মধ্যে হতে হবে, তার থেকে পুরোনো সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। কাস্ট সার্টিফিকেট সাব-ডিভিশনাল অফিসারের ইস্যু করা হতে হবে তা না হলে সংরক্ষণের সুবিধা পাবেন না।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ভাইভা-ভোসির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.eapplyicdsalipurduar.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। মাদারিহাট, কালচিনি এবং মাদারিহাট ব্লকের ক্ষেত্রে আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত, বাকি ব্লকগুলির ক্ষেত্রে আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫.৩০ পর্যন্ত।

https://eapplyicdsalipurduar.in/Panel/notifications# লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিগুলি দেখতে পাওয়া যাবে।

Exit mobile version