ইউনিভার্সিটি অব অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ-এ নিয়োগ

856
0

ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স-এর জন্য একাধিক পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর WBUAFS/DRF/1120/19.

শূন্যপদ— ইয়ং প্রফেশনাল ৫, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ২, ডেটা এন্ট্রি অপারেটর ১, অ্যাটেন্ড্যান্ট ৬।

যোগ্যতা—

ইয়ং প্রফেশনাল: ভেটেরিনারি সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি অথবা যে-কোনো সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা। পশুপ্রাণী নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। মাসিক বেতন ২৫ হাজার টাকা।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট: ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ড্রিতে স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে এমএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। পশুপ্রাণী নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। মাসিক বেতন ২২ হাজার টাকা।

ডেটা এন্ট্রি অপারেটর: স্নাতক ও সমতুল ডিগ্রি। কম্পিউটার জানা থাকতে হবে। স্ট্যাটিস্টিক্যাল সফটওয়ারে ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাসিক বেতন ১৮ হাজার।

অ্যাটেন্ড্যান্ট: অষ্টম শ্রেণি  উত্তীর্ণ, পশুপ্রাণী নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। মাসিক বেতন ১০ হাজার টাকা।

ইন্টারভিউ: আগামী ২৬ নভেম্বর ইন্টারভিউ নেওয়া হবে, বেলগাছিয়ায় (কলকাতা-৭০০০৩৭) বিশ্ববিদ্যালয়ের ফার্মারস’ হস্টেলে। সকাল ১০.৩০ মিনিটে ইন্টারভিউ গ্রহণ শুরু হবে। এক কপি সিভি, সমস্ত প্রয়োজনীয় নথি এবং তার নিজের অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে।

এই বিজ্ঞপ্তির লিঙ্ক: http://wbuafscl.ac.in/wp-content/uploads/2019/11/ad-bt.pdf

 

Animal and Fishery Science