ইউনিয়ন ব্যাঙ্কে ১৮১ স্পেশ্যালিস্ট অফিসার

799
0
ubi-picture

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় স্পেশ্যালিস্ট অফিসার পর্যায়ে ১২২ জন ক্রেডিট অফিসার, ১৫ জন ইন্ট্রিগ্রেটেড ট্রেজারি অফিসার, ১৮ জন ফোরেক্স অফিসার, ১৯ জন সিকিউরিটি অফিসার, ৬ জন ইকোনমিস্ট ও ১ জন ফায়ার অফিসার নেওয়া হবে।

শেষ দুটি পদ স্কেল/গ্রেড-থ্রি, সিকিউরিটি অফিসার স্কেল/গ্রেড-টু, বাকিগুলি স্কেল/গ্রেড-ওয়ান।

আবেদন করতে হবে অনলাইনে, ৫ মার্চ রাত ১২টার পর থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

www.unionbankofindia.co.in ওয়েবসাইটে Recruitments > Carerers Overview লিঙ্কের মাধ্যমে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদনের ফি ইত্যাদি বিস্তারিত ভাবে জানা যাবে আবেদন শুরুর সময় থেকে।