ইউপিএসসির অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট ইন্টারভিউ

1034
0

ইউনিয়ন পাবিলিক সার্ভিস কমিশনের সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট) এগজামিনেশন, ২০১৭-র পার্সোন্যালিটি/ ইন্টারভিউ হবে ৭ থেকে ১৮ মে পর্যন্ত বিভিন্ন ব্যাচে ভাগ করে। কললেটার অর্থাৎ ই-সমন লেটার আপলড করে দেওয়া হয়েছে ইউপিএসসির ওয়েবসাইটে (http://www.upsc.gov.in/)। ডাউনলোড করে প্রিন্ট-আউট নিয়ে নিতে হবে, আলাদা কোনো কল লেটার পাঠানো হবে না। ওই প্রিন্ট-আউট নিয়ে তার মধ্যে বলা দিন ও সময়ে পার্সোন্যালিটি/ ইন্টারভিউ দিতে যেতে হবে।