ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার আরও ৫৬ সফল প্রার্থী

992
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গত ২৫ অক্টোবর। সফল হয়েহিলেন ৪৯৪ জন। নিয়মানুসারে একটি সংরক্ষিত তালিকাও (ওয়েটিং লিস্ট) কমিশনের আছে। সংশ্লিষ্ট মন্ত্রকের চাহিদা অনুসারে এখনও অপূর্ণ থাকা পদগুলি পূরণের জন্য অতিরিক্ত ৫৬ জনের একটি তালিকা কমিশন প্রকাশ করেছে, সেই ওয়েটিং লিস্ট থেকে। দেখা যাবে ১৫ অক্টোবরের এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/ResList-ESE-2019-Engl-15102020.pdf

 

UPSC, UPSC Engineering Service,