ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষার চূড়ান্ত ফল

750
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের.২০১৮ সালের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশন (১)-এর চূড়ান্ত ফল বেরিয়েছে।

লিখিত পরীক্ষা হয়েছিল গত ২২ এপ্রিল, তারপর ইন্টারভিউও হয় যাথারীতি। সফল প্রার্থীদের পরবর্তী কর্মসূচির জন্য চোখ রাখতে হবে আর্মি/নেভি/এয়ারফোর্সের ওয়েবসাইটে (www.joinindianarmy.nic.in, www.nausena-bharti.nic.in, www.careerairforce.nic.in)।

ট্রেনিং শুরু হবে ২ জানুয়ারি থেকে।

ইউপিএসসির এই পরীক্ষার ফলাফল দেখা যাবে এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/FR-NDA-I-2018-Engl.pdf