ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ (২) লিখিত পরীক্ষার ফল

683
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮ সালের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশন (২)-এর লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে। লিখিত পরীক্ষা হয়েছিল গত ৯ সেপ্টেম্বর।

সফল প্রার্থীরা এসএসবি-র ইন্টারভিউয়ের ঞ্জন্য নির্বাচিত হয়েছেন। ইন্টারভিউয়ে স্থান-কাল জানার জন্য এই ফল বেরনোর ২ সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে www.joinindianarmy.nic.in ওয়েব সাইটে। তারপরে ই-মেলে জানতে পারবেন ইন্টারভিউয়ের স্থান ও তারিখ। আগে ওই সাইটে রেজিস্ট্রেশন করানো থাকলে অবশ্য নতুন করে রেজিস্ট্রেশনের দরকার হবে না। লগইন বা অন্য কোনো সমস্যা হলে ইমেল করে জানাতে পারেন এই আইডিতে: dir-recruiting6-mod@nic.in, সাহায্য চাইতে পারেন এই ফোন নম্বরেও (কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে ৫টার মধ্যে): 011-23385271/011-23381125/011-23098543. মার্কশিট ওয়েবসাইটে দেওয়া হবে ইন্টারভিউয়ের পর চূড়ান্ত ফল বেরনোর ১৫ দিন পর, ৩০ দিনের জন্য।

লিখিত পরীক্ষার ফল দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/WR-NDA-NA-Exam-II–2018-Engl.pdf