ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০ সালের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশন (১) ও (২)-এর ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে। ডাউনলোড করে ওই কার্ডের প্রিন্ট-আউট নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। সচিত্র পরীচয়পত্র ও আরও কী নিয়ে যেতে হবে আর কী-কী নেওয়া যাবে না তা সঙ্গের নির্দেশাবলিতেই বলা আছে। কার্ড ডাউনলোডের আগে সেই “IMPORTANT INSTRUCTIONS TO THE CANDIDATE”-এর প্রিন্ট-আউটও নিয়ে নিতে হবে, ওটাও সঙ্গে নিয়ে যেতে হবে। কার্ডে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে পরীক্ষা দিতে সমস্যা হবে, তাই প্রিন্ট-আউটে তেমন কিছু ধরা পড়লে অবিলম্বে কমিশনকে তা জানাতে হবে। যোগাযোগের সবক্ষেত্রেই নিজের নাম, রোলনম্বর, রেজিস্ট্রেশন আইডি এবং পরীক্ষার নাম ও বছর উল্লেখ করবেন অবশ্যই। ইউপিএসসির এই বিজ্ঞপ্তি সহ ই-অ্যাডমিট কার্ড প্রিন্ট-আউটের লিঙ্ক পাবেন এই ওয়েবপেজে: https://upsconline.nic.in/eadmitcard/admitcard_NDAII_2020/instructions.php