ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশন (টু) হবে আগামী ১৭ নভেম্বর রবিবার, সারাদেশে একই সঙ্গে। প্রার্থীদের জন্য ই-অ্যাডমট কার্ড ওয়েবসাইটে (http://www.upsc.gov.in) আপলোড করে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট-আউট নিয়ে পরীক্ষা দিতে যাবার জন্য সেটিই ব্যবহার করতে হবে, আলাদা কোনো অ্যাডমট কার্ড বা চিঠি দেওয়া হবে না। অন্যান্য নির্দেশ-পরামর্শও পাওয়া যাবে ওই সাইটে। অ্যাডমিট কার্ডে ছবি যদি অস্পষ্ট থাকে বা ছবি না থাকে তাহলে অ্যাডমিট কার্ডের সঙ্গে একই ফটোর দুটি কপি (যেহেতু পরীক্ষা হবে দুই অধিবেশনে) সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে যাবেন। অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি ধরা পড়লে তা অবিলম্বে ইউপিএসসিকে জানাতে হবে ইমেল করে (usnda-upsc@nic.in), ৪ নভেম্বরের মধ্যে।
এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.upsc.gov.in/sites/default/files/e-ACNOtice-NDANA-II-2019-Engl.pdf