ইউপিএসসির এনডিএ-১ পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল

586
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি (১) এগজামিনেশনের চূড়ান্ত ফল বেরিয়েছে। লিখিত পরীক্ষা হয়েছিল গত ২১ এপ্রিল, তারপর সফলদের ইন্টারভিউ নেয় সার্ভিসেস সিলেকশন বোর্ড। মোট ৪৪৭ জনকে সফল বলে ঘোষণা করা হয়েছে নিয়োগের সুপারিশ করে। নিয়োগকারী প্রতিরক্ষা দপ্তরও প্রমাণপত্রাদি যাচাই করবে। কোর্স শুরুর তারিখ ইত্যাদি জানা যাবে আর্মির ওয়েবসাইটে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেওয়া হবে ফল বেরোনোর ১৫ দিন পর। চূড়ান্ত সফলদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করলে:

https://www.upsc.gov.in/sites/default/files/FR-NDA-I-2019-Engl-04112019.pdf

কোনো কিছু জানতে হলে কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে: 011-23385271/011-23381125/011-23098543