ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে ৬১ স্পেশ্যালিস্ট, বটানিস্ট

996
0
UPSC EPFO Recruitment

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৬১ জন বটানিস্ট, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্পেশ্যালিস্ট (অ্যানেস্থেশিয়া, জেনারেল মেডিসিন) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১৩/২০১৯। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা: ১) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০১২১২: বটানিস্ট (দপ্তর- বটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ): ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। বটানি/ হর্টিকালচার/ লাইফ সায়েন্স/ এগ্রিকালচারে মাস্টার ডিগ্রি। প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পর্কে ওয়েবসাইট থেকে জানা যাবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

২) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০৩৬১২, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিরেক্টরেট অব কোঅর্ডিনেশন পুলিশ ওয়্যারলেস, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স): ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সে বিই/ বিটেক অথবা ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

৩) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০৪১১২, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (অ্যানেস্থেশিয়া) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি: ২০ (অসংরক্ষিত ১৪, তপশিলি উপজাতি ৫, ইডব্লুএস ১)। এমবিবিএস। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা।

৪) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০৮১১২, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (জেনারেল মেডিসিন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি: ১৫ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ১)। এমবিবিএস, সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

আবেদনের ফি: ২৫ টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ক্যাশে বা এসবিআই নেট ব্যাঙ্কিং বা ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।