Site icon জীবিকা দিশারী

ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে ৬১ স্পেশ্যালিস্ট, বটানিস্ট

UPSC Exam Calendar

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৬১ জন বটানিস্ট, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্পেশ্যালিস্ট (অ্যানেস্থেশিয়া, জেনারেল মেডিসিন) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১৩/২০১৯। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা: ১) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০১২১২: বটানিস্ট (দপ্তর- বটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ): ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১)। বটানি/ হর্টিকালচার/ লাইফ সায়েন্স/ এগ্রিকালচারে মাস্টার ডিগ্রি। প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পর্কে ওয়েবসাইট থেকে জানা যাবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

২) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০৩৬১২, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিরেক্টরেট অব কোঅর্ডিনেশন পুলিশ ওয়্যারলেস, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স): ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সে বিই/ বিটেক অথবা ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

৩) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০৪১১২, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (অ্যানেস্থেশিয়া) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি: ২০ (অসংরক্ষিত ১৪, তপশিলি উপজাতি ৫, ইডব্লুএস ১)। এমবিবিএস। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা।

৪) ভ্যাকান্সি নম্বর: ১৯১০১৩০৮১১২, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (জেনারেল মেডিসিন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি: ১৫ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ১)। এমবিবিএস, সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

আবেদনের ফি: ২৫ টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ক্যাশে বা এসবিআই নেট ব্যাঙ্কিং বা ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

Exit mobile version