Site icon জীবিকা দিশারী

ইউপিএসসির মাধ্যমে ১১১ মেডিক্যাল অফিসার, অ্যাসিঃ প্রফেসর, সায়েন্টিফিক অফিসার নিয়োগ

UPSC Exam Calendar

কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার প্রভৃতি পদে ১১১ জন অফিসার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ০৭/ ২০২০৷ প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷

ভ্যাকান্সি নম্বর, পদের নাম, শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা ও বেতন: ১. ভ্যাকান্সি নম্বর: ২০০৭০৭০১১২৫, মেডিক্যাল অফিসার/ রিসার্চ অফিসার (হোমিওপ্যাথি), মিনিস্ট্রি অব আয়ুষ, শূন্যপদ: ৩৬ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১১, ইডব্লুএস ৪)৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ স্টেট বোর্ড/ কাউন্সিল থেকে হোমিওপ্যাথি ডিগ্রি বা সমতুল এবং সেন্ট্রাল রেজিস্টার অব হোমিওপ্যাথি বা স্টেট রেজিস্টার অব হোমিওপ্যাথিতে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

২. ভ্যাকা্সি নম্বর: ২০০৭০৭০৩১২৫, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (জেনারেল মেডিসিন), মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শূন্যপদ ৪৬ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ১৯, ইডব্লুএস ৬)৷ এমবিবিএস সঙ্গে সিনিয়র রেজিডেন্ট/ টিউটর/ ডেমনস্ট্রেটর/ রেজিস্ট্রার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসাবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ পে স্কেল লেভেল ১১ অনুযায়ী৷

৩. ভ্যাকান্সি নম্বর ২০০৭০৭০৪১২৫, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নিউরো সার্জারি), মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ২)৷ এমবিবিএস এবং উল্লেখিত স্পেশ্যালিটি বা সুপার স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে সিনিয়র রেসিডেন্ট/ টিউটর/ ডেমনস্ট্রেটর/ রেজিস্ট্রার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার হিসাবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ পে স্কেল লেভেল ১১ অনুযায়ী৷

৪. ভ্যাকান্সি নম্বর ২০০৭০৭০৬২২৫, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বায়োলজি), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, হোম ডিপার্টমেন্ট, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি, শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৫, তপশিলি উপজাতি ১)৷ জুলজি/ বটানি/ অ্য্যানথ্রোপোলজি/ লাইফ সায়েন্স/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ জেনেটিক্স/ বায়োটেকনোলজি/ মলিকিউলার বায়োলজি/ ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি (জুলজি/ বটানি/ ফরেন্সিক সায়েন্সের মধ্যে যে-কোনো একটি বিষয় বিএসসি স্তরে থাকতে হবে) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

৫. ভ্যাকান্সি নম্বর ২০০৭০৭০২২৫, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (কেমিস্ট্রি), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি, শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১)৷ ফিজিক্স/ কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/ ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি (বিএসসি স্তরে এই চারটির মধ্যে যে-কোনো একটি বিষয় থাকতে হবে) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

৬. ভ্যাকান্সিনম্বর ২০০৭০৭০৮২২৫, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (ডকুমেন্টস) ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, হোম ডিপার্টমেন্ট, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি, শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)৷ ফিজিক্স/ কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/ ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি (বিএসসি স্তরে এই চারটির মধ্যে যে-কোনো একটি বিষয় থাকতে হবে) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ পে স্কেল লেভেল ১০ অনুযায়ী৷

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ২৫ টাকা৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ক্যাশে বা এসবিআই নেটব্যাঙ্কিং বা ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অ্নলাইন আবেদন করা যাবে আগামী ১৩ আগস্ট রাত ১১.৫৯ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

 

লাইভ টিভি দেখুন:        https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Exit mobile version