ইউপিএসসির সিভিল সার্ভিস (মেইন) ২০১৮-র ফল বেরোল

822
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-৪ সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার ফল বেরিয়েছে। পরীক্ষা হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। সফল প্রার্থীদের পার্সোন্যালিটি টেস্ট শুরু হবার সম্ভাব্য তারিখ আগামী ৪ ফেব্রুয়ারি। হবে এই ঠিকানায়: Office of the Union Public Service Commission at Dholpur House, Shahjahan Road, New Delhi-110069.

পার্সোন্যালিটি টেস্টের জন্য ই-সামন লেটার ডাউনলোড করে নিতে হবে ৮ জানুয়ারি থেকে, এই দুই ওয়েবসাইটে: http://www.upsc.gov.inhttp://www.upsconline.in

ই-সামন লেটার ডাউনলোড করার কোনো সমস্যা হলে অবিলম্বে ওপরের ঠিকানায় কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে চিঠি দিয়ে বা ফোনে/ফ্যাক্সে (নম্বর: 011-23385271, 011-23381125, 011-23098543 or Fax No. 011-23387310, 011-23384472), অথবা ইমেল করতে পারেন (csm-upsc@nic.in)। আলাদা করে কাউকে কোনো হার্ডকপি পাঠানো হবে না।

ফলাফল সহ আরও বিস্তারিত জানতে পারবেন এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/WR_CSM2018_ListName_Eng.pdf