ইউপিএসসির সিভিল সার্ভিস ২০২০ (প্রিলিঃ) ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড

1460
0
UPSC Admit Card 2023

ইউপিএসসির ২০২০ সালের সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) এগজামিনেশন হবে আগামী ৪ অক্টোবর, তার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে নিচের লিঙ্কের থেকে পর-পর এগিয়ে। এই লিঙ্ক থেকে (জরুরি নির্দেশিকার প্রিন্ট-আউট নিয়ে) ধাপে-ধাপে এগিয়ে: https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csp_2020/

অথবা আগের পাতায় দেওয়া ওই নির্দেশিকা পড়ে ও বাধ্যতামূলক ভাবে তার প্রিন্ট-আউট নিয়ে সরাসরি এই লিঙ্ক থেকে (রেজিস্ট্রেশন আইডি বা রোল নম্বর দিয়ে): https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csp_2020/admit_card.php#hhh1

আগামী ৪ অক্টোবর পর্যন্তই ডাউনলোড করা যাবে। অন্য কোনোভাবে কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল