ইউপিএসসির সিভিল সার্ভিসের চূড়ান্ত ফল বেরোল

641
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমশনের ২৯১৮-র সিভিল সার্ভিসেস এগজামিনেশনের চূড়ান্ত ফল বেরিয়েছে।

মোট ৭৫৯ জনকে সফল বলে ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিস সার্ভিস ও কেন্দ্রীয় সরকারের ‘এ’ ও ‘বি’ গ্রুপের অন্যান্য চাকরিতে নিয়োগের জন্য।

এছাড়া ১০৬ জনের একটি ওয়েটিং লিস্টও তৈরি করা হয়েছে।

ওয়েটিং লিস্ট ছাড়া নিয়োগের জন্য সুপারিশ করা চূড়ান্ত সফলদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করলে: https://upsc.gov.in/sites/default/files/FR-CSME-2018-Engl1.pdf