ইউপিএসসির সিভিল সার্ভিস মেইন পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

schedule
2019-08-31 | 11:00h
update
2019-08-31 | 11:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে। নিজের রেজিস্ট্রেশন আইডি বা রোল নম্বর দিয়ে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তার প্রিন্ট-আউট ব্যবহার করতে হবে মেইন এগজ্যামে বসার জন্য, অন্য কোনো চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে। ডাউনলোডের আগে ইনস্ট্রাকশন শিট পড়ে (যেমন,ই-অ্যাডমিট কার্ডে কোনো অসঙ্গতি থাকলে সঙ্গে-সঙ্গে তা কমিশনকে জানানো, পরীক্ষার হলে কী-কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যাওয়া বা করা যাবে না ইত্যাদি, লেখার অক্ষমতাজনিত প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্ক্রাইব নেবার ব্যাপার থাকলে তার পদ্ধতি) সব বুঝে তার প্রিন্ট-আউট নিতে হবে, এই লিঙ্ক থেকে: https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csm_2019/instructions.php

Advertisement

ইনস্ট্রাকশন শিটের প্রিন্ট-আউট নিয়েছেন জানিয়ে অর্থাৎ “ইয়েস” বোতামে ক্লিক করলে খুলে যাবে রেজিস্ট্রেশন আইডি/রোল নম্বর দিয়ে ডাউনলোডের অপশনের পেজ (https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csm_2019/admit_card.php#hhh1)। সেই পেজে অপশন বেছে নিলে খুলে যাবে সেই রেজিস্ট্রেশন/রোল নম্বর, জন্মতারিখ দিয়ে, নিরাপত্তা কোড (ক্যাপচা) চটপট টুকে দিলে পাওয়া যাবে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোডের পেজ।

এই পুরো প্রক্রিয়া শুরু করা যাবে এই লিঙ্ক থেকে:

https://www.upsc.gov.in/whats-new/Civil%20Services%20%28Main%29%20Examination%2C%202019/e%20-%20Admit%20Card

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 16:22:25
Privacy-Data & cookie usage: