ইউপিএসসির ২০১৯-এর সিভিল সার্ভিস মেইন এগজামিনেশন যা নেওয়া হয়েছিল গত ২০-২৯ সেপ্টেম্বর, তার ফল বেরিয়েছে। এরপর সফল প্রার্থীদের ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ইউপিএসসির ঢোলপুর হাউসে। তার জন্য ই-কললেটার ডাউনলোড করে নিতে হবে, কাউকে কোনো আলাদা চিঠি দেওয়া হবে না। আগামী ২৭ জানুয়ারি থেকে তা ডাউনলোড করা যাবে https://www.upsc.gov.in ও https://www.upsconline.in. ওয়েবসাইট থেকে। কোনো প্রশ্ন থাকলে কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বরের কোনোটিতে: 011-23385271/011- 23381125/011-23098543 বা জানাতে পারেন ফ্যাক্সে 011-23387310, 011-23384472 নম্বরে। বা ইমেলে csm-upsc@nic.in আইডিতে।
প্রার্থীদের মার্কশিট আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে, ইন্টারভিউয়ের ফল বেরনোর ১৫ দিন মধ্যে, এবং তা সাইটে থাকবে ৩০ দিনের জন্য।
সফলদের তালিকা সহ প্রাসঙ্গিক জরুরি নির্দেশ দেখা যাবে ১৪ জানুয়ারি তারিখের বিজ্ঞপ্তিতে, এই লিঙ্কে:
https://www.upsc.gov.in/sites/default/files/WR-Name-CSME-19-Engl-F_0.pdf
.