ইউপিএসির সিভিল সার্ভিস (মেইন) রিজার্ভ তালিকা থেকে আরও ৫৩

1027
0
upsc admit card download

ইউপিএসি সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার একটি রিজার্ভ লিস্ট প্রকাশ করল। ২০১৮-র সিভিল সার্ভিস মেইন পরীক্ষার জন্য ৫ এপ্রিল, ২০১৯ তারিখ ৭৫৯ জন সফল প্রাথীর তালিকা প্রকাশ করেছিল। গ্রূপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ পদের জন্য মোট ৮১২ টি আসনের ভিত্তিতে তখন ৭৫৯ জন প্রাথীর ফল  ঘোষণা করা হয়েছিল। এরপর রিজার্ভ তালিকা থেকে আরও ৫৩ জন প্রাথীর নাম ঘোষণা করল ইউপিএসসি। এর মধ্যে ৩৮ জন জেনারেল, ১৪ জন ওবিসি, ১ টি এসসি প্রাথী রয়েছেন।

তালিকা দেখার লিঙ্ক https://www.upsc.gov.in/sites/default/files/ReserveList-CSM-2018-Engl_0.pdf

 

 

UPSC, UPSC Civil Service